প্রচ্ছদ ›› জাতীয়

এবার শপথ নিলেন রাজশাহী ও সিলেটের মেয়র

নিজস্ব প্রতিবেদক
০৩ জুলাই ২০২৩ ১৩:৫৯:৪৪ | আপডেট: ২ years আগে
এবার শপথ নিলেন রাজশাহী ও সিলেটের মেয়র

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীসহ সিটি করপোরেশনের কাউন্সিলররা শপথ নিয়েছেন।

সোমবার (৩ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ ইবরাহিম।

এর আগে, একই স্থানে আলাদা অনুষ্ঠানে শপথ নেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, বরিশালের আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত), গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন এবং এই তিন সিটি করপোরেশনের কাউন্সিলররা।