গার্মেন্টস সেক্টরে ট্রেড ইউনিয়ন গঠন করা বা গঠনের উদ্যোগ নেয়ায় গার্মেন্টস শ্রমিকদের চাকরিচ্যুত করা, হয়রানি করা, ভয়ভীতি দেখানো, শারীরিক নির্যাতন করা এবং মিথ্যা মামলা দেয়ার ঘটনা অহরহ ঘটছে।
এবার আরও একধাপ এগিয়ে মামলা দেয়া শুরু হয়েছে শ্রমিক নেতাদের বিরুদ্ধে অর্থাৎ ফেডারেশন নেতাদের নামে।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)।
এতে জানানো হয়েছে, আশুলিয়ায় অবস্থিত ফ্যাশন ফোরাম লিঃ এর শ্রমিকরা ট্রেড ইউনিয়ন গঠন করার উদ্যোগ নেয় বেশ কিছু দিন আগে থেকে। শ্রমিকদের এই উদ্যোগকে সহযোগিতা করছে বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশন।
আরও জানানো হয়েছে, ফ্যাশন ফোরামে ইউনিয়ন গঠনের উদ্যোগ নেয়ায় ইতোপূর্বে দুইবার প্রায় শতাধিক শ্রমিককে চাকুরিচ্যুত করা হয়েছে। সর্বশেষ তয় বার উদ্যোগ নেয়ায় প্রস্তাবিত ইউনিয়নের সকল কর্মকর্তা এবং ৭০ জন সদস্যকে চাকুরিতে থেকে সাসপেন্ড করা হয়েছে। শ্রমিকের সাসপেন্ড করেই খান্ত হয় নাই শ্রমিকদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আর গত ৩১ মার্চ দায়েরকৃত এই মিথ্যা মামলায় প্রধান আসামি করা হয়েছে বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক, ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) এর সিনিয়র সহ-সভাপতি গার্মেন্টস শ্রমিক নেতা বাবুল আকতার'কে।
এর আগেও ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) এর যুব বিষয়ক সম্পাদক, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসানের নামে মিথ্যা মামলা দায়ের করেছে টঙ্গীর গোরিয়ং ফ্যাশন লিঃ কর্তৃপক্ষ।
ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) এর সভাপতি আমিরুল হক আমিন এবং সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহম্মেদ অবিলম্বে শ্রমিক বাবুল আকতারের বিরুদ্ধে ফ্যাশন ফোরাম লিঃ এবং শ্রমিক নেতা কামরুল হাসানের বিরুদ্ধে গোরিয়ং ফ্যাশন লিঃ কর্তৃপক্ষ কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেছেন, "নতুবা উদ্ভুত পরিস্থিত জন্য এই ২ কারখানা কর্তৃপক্ষ এবং বিজিএমইএ'কে দায়-দায়িত্ব বহন করতে হবে"।