প্রচ্ছদ ›› জাতীয়

এমএফএস থেকে ব্যাংক হিসাবের লেনদেন সীমা ৫০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক
০৫ জুলাই ২০২২ ১৯:১৪:১৫ | আপডেট: ৩ years আগে
এমএফএস থেকে ব্যাংক হিসাবের লেনদেন সীমা ৫০ হাজার টাকা

মোবাইল আর্থিক পরিষেবা (এমএফএস) অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে তহবিল স্থানান্তরের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক পেমেন্ট সিস্টেমস বিভাগ (পিএসডি) এক সার্কুলারের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়।

সার্কুলার অনুসারে,মোবাইল ব্যাংকিংয়ের (এমএফএস) ব্যক্তিগত অ্যাকাউন্টধারীরা এখন প্রতিদিন ৫০ হাজার টাকা এবং মাসে ৩ লাখ টাকা মোবাইল ব্যাংকিং একাউন্ট থেকে ব্যাংক একাউন্টে পাঠাতে পারবেন।