ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা অসুস্থ হয়ে পড়ায় ঢাকা সফর স্থগিত করেছেন। তিন দিনের সফরে শনিবার তার ঢাকায় আসার কথা ছিলো।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ওআইসি মহাসচিব শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে পড়ায় গতকাল শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছেন। মহাসচিবের অফিস থেকে শুক্রবার রাতেই জানিয়ে দেয়া হয়, তিনি ঢাকা সফর স্থগিত করেছেন। তবে সুস্থ হওয়ার পর তার সফরসূচি নতুন করে পুনরায় নির্ধারিত হবে বলেও জানায় সূত্র।
সফরসূচি অনুযায়ী, শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে বৈঠকের কথা ছিল ওআইসি মহাসচিবের। তিন দিনের সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাতের কথা ছিল তার।
এ ছাড়া সফরে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) পরিদর্শনের কথা ছিল হুসেইন ইব্রাহিম তাহার।