সহকারী রাজস্ব থেকে রাজস্ব কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়েছেন ঢাকা ওয়াসার চার কর্মকর্তা।
শুক্রবার ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর একটি অফিস আদেশ জারি করে তাদের পদোন্নতি দিয়েছেন।
উচ্চতর সিলেকশন বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন এই পদোন্নতি দেয়া হয়।
পদোন্নতি পাওয়া ৪ জন হলেন- রাজস্ব জোন ১’র রাজস্ব কর্মকর্তা এ এইচ এম নূরে জালাল, নারায়ণগঞ্জ রাজস্ব জোনের রাজস্ব কর্মকর্তা আবু জাফর মশিউর রহমান, রাজস্ব জোন ৪’র রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান এবং রাজস্ব জোন ৯’র রাজস্ব কর্মকর্তা এনায়েত করিম।