প্রচ্ছদ ›› জাতীয়

কক্সবাজারে হোটেল থেকে পর্যটক মা-মেয়ের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৫৬:৪৯ | আপডেট: ২ years আগে
কক্সবাজারে হোটেল থেকে পর্যটক মা-মেয়ের লাশ উদ্ধার
(প্রতীকী ছবি)

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে পর্যটক মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুর ২টার দিকে কক্সবাজার শহরের ‘সি আলিফ’ নামক হোটেল থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, হোটেলে অবস্থানের খাতায় লিপিবদ্ধ করা হয়েছে নিহত নারীর নাম সুমা দে। তার স্বামীর নাম দুলাল বিশ্বাস। গত ১৪ ফেব্রুয়ারি দুই ছেলে ও এক মেয়ে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে রুম নেন তারা। ঠিকানা-চট্টগ্রাম বাঁশখালীর নাপুরায়। 

নিহত সুমার বয়স ৩৫ বছর এবং মেয়ের আনুমানিক বয়স ২ বছর। মেয়েটির নাম জানা যায়নি।

তিনি আরও বলেন, তারা কয়েকদিন কক্সবাজার শহরে ঘুরে বেড়ান। ১৭ ফেব্রুয়ারি দুপুরে তাদের রুম খোলা দেখে হোটেল বয় গিয়ে দেখের মা ও মেয়ের লাশ পড়ে আছে। পরে হোটেল কর্তৃপক্ষ ৯৯৯ কল দিয়ে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। ঘটনার পর থেকে দুই ছেলেকে নিয়ে স্বামী পরিচয় দেয়া দুলাল বিশ্বাস পলাতক রয়েছে।

ওসি বলেন, হত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে। লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।