বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে গত ১৯ জুলাই থেকে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় বুধবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় লোডশেডিং হবে।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) লোডশেডিং শুরু করবে সকাল ১০টায়। চলবে রাত ১০টা পর্যন্ত। একই সময়ে লোডশেডিং শুরু করবে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। বিদ্যুৎ কোম্পানিগুলোর ওয়েবসাইটের নির্দিষ্ট লিংককে গিয়ে এই তালিকা দেখতে পারবেন গ্রাহকরা।
এদিন রাজধানীর কোন এলাকায় কখন লোডশেডিং হবে এর সূচি দিয়েছে ডিপিডিসি ও ডেসকো। চলুন দেখে নেওয়া যাক-
ডিপিডিসির তালিকা
https://dpdc.gov.bd/site/page/ad9136c3-b408-4df4-8ae2-2a61dedd3a89