প্রচ্ছদ ›› জাতীয়

কনের বাড়িতে হাজির ৭০ বর

নিজস্ব প্রতিবেদক
০৭ জানুয়ারি ২০২৩ ১৫:৪৫:৫৪ | আপডেট: ২ years আগে
কনের বাড়িতে হাজির ৭০ বর

কনের বাড়িতে একসঙ্গে হাজির হয় ৭০ বর। ঘটনাটি দেখে কনের বাড়ির লোকেরা বিব্রতকর অবস্থায় পড়ে যায়। পরে বিষয়টি তারা বুঝতে পারলে তাদের মধ্যে হাসির রোল পড়ে যায়।

এ ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জ সদর উপজেলার ধলাগাঁও এলাকায়। শুক্রবার ধলাগাঁও এলাকার আমেনা আক্তার স্বর্ণালির সঙ্গে জেলার টঙ্গীবাড়ি উপজেলার বেতকা এলাকার তারেক আজিজ রাজনের বিয়ের দিন ধার্য ছিল।

শুক্রবার দুপুরে স্বর্ণালির বাড়িতে বর সেজে হাজির হয় ৭০ জন। সবার পরনে ছিল শেরওয়ানি আর মাথায় পাগড়ি। গেট আটকে বিপাকে কনে পক্ষ। কে আসল বর বোঝার উপায় নেই।

‘আমার বিয়ে, আমার বিয়ে’ বলে স্লোগান ছিল সবার মুখে। বিয়েকে আনন্দমুখর আর স্মরণীয় করতে এমন আয়োজন করে রাজনের বন্ধুরা। ভিন্ন রকম এক বিয়েতে সামিল হয়ে উল্লাসিত সবাই।

তাদের এমন কাণ্ডে বিয়ে বাড়ির আনন্দের মাত্রা বেড়ে যায় বহুগুণ। নতুন জীবনে সবার কাছে দোয়া চেয়েছেন নব দম্পতি।