প্রচ্ছদ ›› জাতীয়

কভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
০৮ নভেম্বর ২০২২ ২১:২০:৫০ | আপডেট: ২ years আগে
কভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪ টায় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছেন সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল রহমান। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

ওসি আতিকুল রহমান জানান, বিকেল ৪ টায় কালিয়াকৈর-নবীনগর সড়কের ওয়াল্টন কারখানার সামনের ইউটার্ন দিয়ে একটি কাভার্ডভ্যান ঘুরাচ্ছিল। এ সময় নবীনগর থেকে চন্দ্রা চৌরাস্তাগামী একটি মোটরসাইল নিয়ন্ত্রণ হারিয়ে ওই কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলের মোটরসাইলের চালকের মৃত্যু হয়। পরে গুরুত্বর আহত একজনকে উদ্ধার করে স্থানীয় হাসাপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। নিহতদের পরিচয় শনাক্ত ও ট্রাক চালককে আটকের কাজ করছে হাইওয়ে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।