প্রচ্ছদ ›› জাতীয়

কম দামে ভারত থেকে জ্বালানি তেল আসবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর ২০২২ ১৬:৫৯:৩৫ | আপডেট: ২ years আগে
কম দামে ভারত থেকে জ্বালানি তেল আসবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জ্বালানি সংকট সমাধানে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে ভারত। শিলিগুড়ি থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আসবে দিনাজপুরে।

বুধবার ভারত সফর নিয়ে গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ভারত থেকে কম মূল্যে তেল আমদানি করা হবে। জ্বালানি পণ্যের আমদানি উৎস বহুমুখীকরণের লক্ষ্যে দেশটির রাষ্ট্রায়ত্ত কোম্পানি ইন্ডিয়ান ওয়েল করপোরেশন লিমিটেডকে (আইওসিএল) তালিকাভুক্ত করা হয়েছে। গত ২৮ আগস্ট ভারতীয় কোম্পানিটিকে জি-টু-জি ভিত্তিতে তেল সরবরাহকারী হিসেবে তালিকাভুক্ত করা হয়।

শেখ হাসিনা বলেন, এ সফরে বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন দিগন্তের সূচনা হয়েছে। দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। ভারত সফর থেকে শূন্য হাতে ফিরিনি। তবে কী পেলাম তা আপেক্ষিক।

তিনি আরও বলেন, এই সফরে সহযোগিতার অনেক ক্ষেত্র চিহ্নিত হয়েছে। পাশাপাশি বিদ্যমান সমস্যা সমাধানে কিছু সিদ্ধান্ত হয়েছে। সেসব বাস্তবায়ন করলে উভয় দেশের জনগণ উপকৃত হবেন।