প্রচ্ছদ ›› জাতীয়

করতোয়ায় নৌকাডুবির ঘটনায় ২৩ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর ২০২২ ১৬:২৫:২০ | আপডেট: ২ years আগে
করতোয়ায় নৌকাডুবির ঘটনায় ২৩ মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় নারী-শিশুসহ ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রোববার বিকেল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় ১৫০ জন যাত্রী উপজেলার বড়শশী ইউনিয়নের বজ্রেশ্বরী মন্দির পরিদর্শনে যাচ্ছিল। কিন্তু অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে করতোয়া নদীর ওই স্থানে এলে নৌকাটি ডুবে যায়। 

এ ঘটনায় অন্তত আরও ৩০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।