প্রচ্ছদ ›› জাতীয়

কলেজছাত্র হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২২ ২১:২৪:৪৮ | আপডেট: ২ years আগে
কলেজছাত্র হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

কক্সবাজারের মহেশখালী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র আরাফাত উদ্দিন হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোর ৫টার দিকে রামুর গর্জনিয়া ইউনিয়নের কচ্ছপিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন বড় মহেশখালী ইউনিয়নের জাগিরা ঘোনা গ্রামের শাহ আলম ও তার ছেলে তৌহিদুল আলম।

জানা যায়, মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের জাগিরা ঘোনা এলাকায় গরুতে ধান খাওয়াকে কেন্দ্র করে গত ২৫ সেপ্টেম্বর কলেজছাত্র আরফাতকে পিটিয়ে হত্যা করা হয়।

এদিকে, ২৯ সেপ্টেম্বর এই হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে মহেশখালী কলেজে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে আরাফাতের সহপাঠী ও স্থানীয়রা। এর ২৪ ঘণ্টার মধ্যেই দুই জন আসামিকে গ্রেপ্তার করে মহেশখালী পুলিশ।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী জানান, আজ ভোর ৫টায় রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের কচ্ছপিয়া থেকে হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।