প্রচ্ছদ ›› জাতীয়

কাজে ফিরছেন চা শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক
২৮ আগস্ট ২০২২ ১১:৪৫:২২ | আপডেট: ৩ years আগে
কাজে ফিরছেন চা শ্রমিকরা
সংগৃহীত

কাজে ফিরতে শুরু করেছেন চা শ্রমিকরা। মৌলভীবাজারের কিছু কিছু চা বাগানে শ্রমিকদের কাজ করতে দেখা গেছে। কাজে নামলেও নতুন ১৭০ টাকা মজুরি ঘোষণার পর তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।

রোববার সকাল ৮টা থেকেই ভাড়াউড়াসহ একাংশ চা বাগানে‌ই কাজে নেমেছেন শ্রমিকরা। তবে আজ সাপ্তাহিক ছুটি হওয়ায় অনেক বাগানেই শ্রমিকরা কাজে নামেননি।

ভাড়াউড়া চা বাগানের শ্রমিক দুলাল হাজরা বলেন, ‘প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা তা-ই মেনে নিয়েছি। আমরা এখন বাগানের জন্য কাজ করব। যদিও ১৭০ টাকায় আমাদের এই সময়ে চলাফেরা কষ্ট হবে। তবে প্রধানমন্ত্রী বলেছেন, তাই আমরা কাজে নেমেছি।’

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, ‘আমরা আগেই বলেছিলাম প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন আমরা তা মেনে নেব। যেহেতু প্রধানমন্ত্রী মালিকদের সঙ্গে বসে মজুরি ১৭০ টাকা নির্ধারণ করেছেন। তাই আমরা আজ থেকেই কাজে নেমেছি।’

ফিনলে চা কোম্পানির জেনারেল ম্যানেজার গোলাম মোহাম্মদ শিবলী বলেন, ‘আমাদের চা বাগানের শ্রমিকরা সবাই কাজে নেমেছেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শ্রমিকরা নতুন মজুরি ১৭০ টাকা পাবেন। এ ছাড়া অন্য সুযোগ-সুবিধা অনুযায়ী তাদের পেছনে বাগানের দৈনিক ৪৫০-৫০০ টাকা খরচ হবে।’