পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে হিমালয় পর্বতমালার পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের ভজনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো.মোস্তাফিজুর রহমান ঠাকুরগাঁও পৌর শহরের দক্ষিণ হাজীপাড়া মহল্লার মৃত মজিবর রহমানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দেড় বছরের এক সন্তানকে রেখে গেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কামাল হোসেন।
তিনি জানান, মোস্তাফিজুর রহমান মোটরসাইকেলে করে কাঞ্চনজঙ্ঘা দেখে ঠাকুরগাঁও ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকের নীচে চাপা পড়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।