আন্তর্জাতিক এনজিও কাতার চ্যারিটি বাংলাদেশের অভাবী সম্প্রদায়ের জন্য খাদ্য প্যাকেজ প্রদান করেছে। এর দু’টি কর্মসূচির অধীনে ৫৭ হাজার ৯৭০ জন ব্যক্তি উপকৃত হয়েছেন।
শনিবার গণমাধ্যমে পাঠানো একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বলা হয়েছে, এতিম এবং বিধবাদের অগ্রাধিকার দিয়ে, কাতার চ্যারিটি সারা দেশে ৩৩টি জায়গায় ‘ফিড দ্য ফাস্টিং’ এবং ‘যাকাত আল-ফিতর’ বাস্তবায়ন করেছে। রমজান সহায়তা কর্মসূচির অংশ হিসাবে, প্রতিটি পরিবারকে এক মাসের জন্য ৪২ কেজি খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়েছিল। এতে চাল, ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, খেজুর এবং লবণ রয়েছে।
যাকাত-আল-ফিতরের আওতায় সুবিধাভোগী প্রত্যেককে সাত কেজি খাদ্য পার্সেল দেওয়া হয়েছিল।
বিভিন্ন অঞ্চল থেকে মোট ২৬ হাজার ৪৭০ জন উপকারভোগী রমজান সহায়তা পেয়েছেন এবং ৩১ হাজার ৫০০ জন যাকাত আল-ফিতর খাদ্য পার্সেল পেয়েছেন।