প্রচ্ছদ ›› জাতীয়

কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেলো ২ ভাইয়ের

নিজস্ব প্রতিবেদক
০৯ নভেম্বর ২০২২ ১০:১৮:৫৯ | আপডেট: ২ years আগে
কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেলো ২ ভাইয়ের

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে চাপা দিলে দুই ভাইয়ের মৃত্যু হয়।

মৃতদের পরিচয়- কালিয়াকৈর উপজেলার হরিণহাটি গ্রামের আল আমিন (৩২) ও তার ছোট ভাই অনিক হোসেন (২৮)।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, প্রায় ছয় মাস আগে সিঙ্গাপুর থেকে ফিরে মোটরসাইকেলটি কিনেছিলেন বড় ভাই আমিন।

মঙ্গলবার বিকালে চন্দ্রা এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কে ইউটার্ন নেয়ার সময় কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই আমিন মারা যান এবং গুরুতর আহত অবস্থায় অনিককে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়।

কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি আতিকুর রহমান।