দেশের প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য সংকটে জনগণের পাশে থাকার জন্য সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের সেনাবাহিনী এখন সত্যিকার অর্থে জনগণের সেনাবাহিনী। যেকোনও দুর্যোগ ও দুর্ঘটনায় সশস্ত্র বাহিনী জনগণের পাশে থাকে এবং তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।’
সোমবার সশস্ত্র বাহিনী দিবস-২০২২ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে নাগরিক ও সামরিক সমাবেশের ভাষণে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ কারও বিরুদ্ধে যুদ্ধ চায় না। বরং সব দেশের সঙ্গে শান্তি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়।
তিনি বলেন, ‘আমরা কারও বিরুদ্ধে যুদ্ধ করব না। আমরা শান্তি চাই।’
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন এই দিনে সেনাবাহিনী, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয়। পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ শুরু করে যা মুক্তিযুদ্ধে বিজয়কে ত্বরান্বিত করেছিল।
দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই ঐতিহাসিক দিনটিকে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হচ্ছে।