প্রচ্ছদ ›› জাতীয়

কারাগারে শূন্যপদে চিকিৎসক নিয়োগ দেয়ার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর ২০২২ ১৬:২৩:৫৫ | আপডেট: ২ years আগে
কারাগারে শূন্যপদে চিকিৎসক নিয়োগ দেয়ার নির্দেশ হাইকোর্টের

দেশের সব কারাগারে শূন্যপদে চিকিৎসক নিয়োগ দিতে কারা কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে আগামী ১১ ডিসেম্বর মধ্যে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে বলা বলেছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী মো. জে আর খান রবিন।

শুনানিকালে হাইকোর্ট বলেছেন, কারাবন্দিদেরও চিকিৎসা পাওয়া সাংবিধানিক অধিকার।

কারা চিকিৎসক সংকট নিয়ে দেশের কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে আদালতে রিট করেছিলেন আইনজীবী মো. জে আর খান রবিন।