কুড়িগ্রামের সদরে আসন্ন ঈদ উপলক্ষে কুড়িগ্রামে প্রায় পাঁচ লাখ দুঃস্থ হত দরিদ্র অসহায় মানুষজন পেল প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার ভিজিএফ এর চাল। ঈদ আনন্দ ভাগাভাগি করতে ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোঁটাতে ভিজিএফের এ চাল বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে উপজেলার ভোগডাঙা ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্য দিয়ে চাল বিতরণ শুরু হয়। জেলার ৯টি উপজেলা, ৩টি পৌরসভার ৭২টি ইউনিয়ন ও ওয়ার্ডে এ চাল বিতরণ করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেদুল হাসান, সদর উপজেলার সরকারি মাধ্যমিক অফিসার ইয়াসিন আলী, ভোগডাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলহাজ্ব সাইদুর রহমান প্রমুখ।
কুড়িগ্রাম জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের তথ্য মতে, জেলার ৯টি উপজেলায় ৪ লাখ ৫৭ হাজার ১৭৬টি পরিবার ভিজিএফের চাল পাচ্ছেন। এর মধ্যে কুড়িগ্রাম সদর উপজেলায় ৫৭ হাজার ৩১২টি পরিবার। ভুরুঙ্গামারী উপজেলায় ৫৬ হাজার ১৮৭টি পরিবার।
নাগেশ্বরী উপজেলায় ৮১ হাজার ১৯ টি পরিবার, ফুলবাড়ী ৩৮ হাজার ৬৩২ টি পরিবার, রাজারহাট উপজেলায় ৪৩ হাজার ৬১টি পরিবার, উলিপুর উপজেলায় ৮৩ হাজার ১৫টি পরিবার, চিলমারী উপজেলায় ৩০ হাজার ৩১০টি পরিবার, রৌমারী উপজেলায় ৪৭ হাজার ৯৮৪টি পরিবার, চর রাজিবপুর উপজেলায় ১৯ হাজার ৬৫৬ টি পরিবার সুবিধা পাচ্ছেন।
এছাড়াও কুড়িগ্রাম পৌরসভা এলাকায় ৪ হাজার ৬২১টি পরিবার, নাগেশ্বরী পৌরসভায় ৪ হাজার ৬২১টি ও উলিপুর পৌরসভা এলাকায় ৩ হাজার ৮১টি পরিবার ঈদ উপহার হিসেবে ভিজিএফের ১০ কেজি চাল পাচ্ছেন পরিবারগুলো।
প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে ভোগ ডাঙা ইউনিয়নের মোছা. আছিয়া বেওয়া বলেন, কদিন পরে ঈদ ঘরে চাল নাই খুবই দুশ্চিন্তায় ছিলাম ঈদে কি খাবো আজ ভিজিএফের চাল পেয়ে চিন্তা দূর হলো খুবই খুশি হয়েছি।
আরেক দিনমজুর মো. হামিদুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে বৃষ্টির কারণে কাম কাজ নাই, ঘরে খাবার নাই, বউ বাচ্চাকে নিয়ে কষ্টে ছিলাম। আজ চাল পেয়ে ভালো লাগলো।
কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমান উদ্দিন আহমেদ মঞ্জু বলেন, অসহায় ও দুঃস্থ পরিবারের ঈদ আনন্দ যাতে নিরানন্দে পরিণত না হয় সে লক্ষ্যে বরাবরই কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের অন্যতম জনবহুল দারিদ্র্য জনগোষ্ঠীর কথা চিন্তা করে প্রতি ঈদে বিভিন্ন সহযোগিতার পাশাপাশি ভিজিএফ কার্ডের সুবিধা দেন তিনি।
এরই ধারাবাহিকতায় দেশের প্রতিটি দুঃস্থ ও অসহায় পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে ভিজিএফের চাল তুলে দেয়া হচ্ছে।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, প্রধানমন্ত্রীর উপহার পেয়ে অনেক খুশি পরিবারগুলো। জেলা প্রশাসনের কঠোর নজরদারির মাধ্যমে উপহারের চাল বিতরণ করা হচ্ছে।