কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মহানন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক।
নিহত পাঁচজন হলেন- দাউদকান্দির কালাঘোনা দক্ষিণ নগর গ্রামের প্রয়াত চিত্তরঞ্জন মণ্ডলের ছেলে পিযুশ মণ্ডল (২৮), জাহানারা বেগম (৩৫), শফিউল্ল্যাহ (২৪), মনির (৩৫) ও ইসমাইল (৩৮)। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকালে দাউদকান্দি-কচুয়া ভায়া চাঁদপুর সড়কে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মহানন্দ এলাকায় একটি কাভার্ড ভ্যান সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৫ জন মারা যান।
ওসি মোজাম্মেল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।