প্রচ্ছদ ›› জাতীয়

কুয়াশায় মাঝ নদীতে আটকা ফেরি

নিজস্ব প্রতিবেদক
০২ জানুয়ারি ২০২৩ ০৯:৫৪:২৯ | আপডেট: ২ years আগে
কুয়াশায় মাঝ নদীতে আটকা ফেরি

ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়ায় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে আটকা পড়েছে একটি ফেরি।

কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় সোমবার ভোর ৫টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ‘সোমবার ভোর ৫টার পর থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে এতে নৌপথে মার্কিন বাতি অস্পৃষ্ট হয়ে পড়লে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।’

ফেরি চলাচল বন্ধ থাকায় নদী দুই প্রান্তে পারের অপেক্ষায় আটকে পড়েছে ছোট-বড় বেশ কিছু যানবাহন। ঢাকামুখী যানবাহনের চাপ বাড়ছে দৌলতদিয়া। প্রচণ্ড শীত আর কুয়াশায় বিপাকে পড়েছেন, বয়স্ক, শিশু ও পরিবহন চালক ও সহকারীরা।