প্রচ্ছদ ›› জাতীয়

কেরানীগঞ্জে আগ্নিকাণ্ড: প্যাকেজিং কারখানার ৮০ শতাংশ পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট ২০২২ ১০:১২:১৮ | আপডেট: ৩ years আগে
কেরানীগঞ্জে আগ্নিকাণ্ড: প্যাকেজিং কারখানার ৮০ শতাংশ পুড়ে ছাই
সংগৃহীত ছবি

রাজধানীরকেরানীগঞ্জে বিসিক শিল্পনগরীর একটি প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত ১১টা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মনোয়ার হোসেন।

ফায়ার সার্ভিসের কেরানীগঞ্জ, সদর দপ্তরসহ আশপাশের চারটি ইউনিট রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্যাকেজিং কারখানার ৮০ শতাংশ পুড়ে গেছে।

মনোয়ার হোসেন জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্যাকেজিং কারখানার পাশে ওশাকা নামে একটি লাইট তৈরি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহমেদ জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হননি।