প্রচ্ছদ ›› জাতীয়

ক্রেতা নেই, এবারও রাস্তায় ফেলে দেয়া হলো ছাগলের চামড়া

নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই ২০২২ ১০:২৮:১০ | আপডেট: ৩ years আগে
ক্রেতা নেই, এবারও রাস্তায় ফেলে দেয়া হলো ছাগলের চামড়া

গত কয়েক বছরের মতো এবারও ঈদুল আজহায় কোরবানি হওয়া ছাগলের চামড়া কেনেননি আড়তদাররা। ফলে ক্রেতা না থাকায়, এবারও ছাগলের কাঁচা চামড়ার রাস্তার পাশে ফেলে দিয়েছে মানুষ।

গরুর চামড়া কিনলেও ছাগলের চামড়া কিনতে দেখা যায়নি কোনো ব্যবসায়ীকে। ২০১৯ সাল থেকেই চাহিদার অভাবে ছাগড়লের কাঁচা চামড়া বিক্রি করা যাচ্ছে না।

রোববার রাজধানীর ঐতিহ্যবাহী কাঁচা চামড়ার বাজার ঘুরে দেখা যায়, লালবাগ পোস্তা, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে শত শত ছাগলের কাঁচা চামড়া।

মফিজ মিয়া নামের এক মৌসুমী ব্যবসায়ী জানান, প্রতি পিস ছাগলের কাঁচা চামড়া ৫ টাকা দাম বলা হচ্ছে, এ কারণে বিক্রি না করে রাস্তায় ফেলে দিয়েছেন।

আকারে ছোট ও সরকার নির্ধারিত মূল্যে চামড়ায় খরচ বেশি হওয়ায় ছাগলের চামড়ায় আগ্রহ নেই বলে জানিয়েছেন আড়তদাররা।