রাজধানীর খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আহত মহাসিন রেজা (৪৫) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। মহাসিন পুরানা পল্টনে একটি খাবার হোটেলের বয় ছিলেন।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক ভূঁইয়া বলেন, গত শনিবার রাতে বাইসাইকেল চালিয়ে পুরানা পল্টন থেকে পূর্ব গোড়ানের বাসায় ফিরছিলেন মহাসিন। তিনি খিলগাঁও রেলগেট ফুটওভার ব্রিজের নিচে পৌঁছালে দ্রুতগতির অজ্ঞাত কোনো এক যানবাহন পেছন থেকে বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে গতকাল রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত মহাসিন রেজা সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার কারিয়া বাজার এলাকার ওয়াজেদ আলী মন্ডলের ছেলে। বর্তমানে তিনি পূর্ব গোড়ানে থাকতেন।