খুলনার আড়ংঘাটা পাটের ঝুট গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আড়ংঘাটা সড়কে পাশে পাটের ঝুট গোডাউনে আগুন লাগে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেন খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস অফিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম।
তিনি বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পায়। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। গোডাউনে পাটের ঝুট বেশি থাকায় আগুন এখনো পুরোপুরি নেভেনি।