প্রচ্ছদ ›› জাতীয়

গণতন্ত্র প্রতিষ্ঠায় দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৩ জানুয়ারি ২০২৩ ১৫:০২:১০ | আপডেট: ২ years আগে
গণতন্ত্র প্রতিষ্ঠায় দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন | পুরনো ছবি

বিশ্বে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার দুপুরে বাংলা একাডেমিতে আতিফুল হাই শিবলীর স্মারক বই উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইন্দো-প্যাসিফিক জোটে যোগদানে বাংলাদেশের কোনো আপত্তি নেই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জোট থেকে লাভবান হলে বাংলাদেশ যোগদান করবে।

গত বছরের ২৩ মে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আনুষ্ঠানিকভাবে নতুন অর্থনৈতিক জোট ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কের (আইপিইএফ) উদ্বোধন করেন। বাংলাদেশকে এই জোটে যুক্ত করতে আগ্রহী যুক্তরাষ্ট্র।

দু’দিনের সফরে শনিবার ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তার সফরের বিষয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ডোনাল্ড লুর সঙ্গে গণতন্ত্র ও মানবাধিকারের পাশাপাশি অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা হবে।