প্রচ্ছদ ›› জাতীয়

গরীব মানুষকে ১৫ টাকায় চাল দিচ্ছে সরকার: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর ২০২২ ১৯:৩২:১০ | আপডেট: ২ years আগে
গরীব মানুষকে ১৫ টাকায় চাল দিচ্ছে সরকার: খাদ্যমন্ত্রী
ফাইল ছবি

গরীব মানুষকে সরকার ১৫ টাকায় চাল দিচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেন, শেখ হাসিনা সকলের জন্য বাড়ি করে দিচ্ছেন। এদেশে গৃহহীণ কোন মানুষ থাকবে না।

শুক্রবার বিকালে নওগাঁর সাপাহার উপজেলার মিরাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ২নং গোয়ালা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিশ্বে খাদ্য শস্যের দাম প্রায় তিনগুণ বেড়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব টালমাটাল। তারপরও সরকার চালের দাম যাতে না বাড়ে তার জন্য কাজ করছে।

করোনাকালে সরকারের খাদ্য কর্মসূচির সফলতা তুলে ধরে তিনি বলেন, অনেকে আশঙ্কা করেছিলেন করোনাকালে এদেশে না খেয়ে লাখ লাখ মানুষ মারা যাবে। কিন্তু করোনায় মৃত্যু হলেও খাদ্যের অভাবে কেউ মারা যায়নি।