প্রচ্ছদ ›› জাতীয়

গাছ কাটায় ডিএনসিসির কালো তালিকায় ঠিকাদারি প্রতিষ্ঠান, ২ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
০১ জুন ২০২৩ ২১:৪৬:১১ | আপডেট: ২ years আগে
গাছ কাটায় ডিএনসিসির কালো তালিকায় ঠিকাদারি প্রতিষ্ঠান, ২ কর্মকর্তা বরখাস্ত

মিরপুরস্থ টেকনিক্যাল ক্রসিংয়ে সড়ক বিভাজক নির্মাণকালে গাছ কাটায় সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এস এম রহমান ইন্টারন্যাশনালকে কালো তালিকাভুক্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ ছাড়াও দায়িত্বে অবহেলা ও কর্তৃপক্ষের আদেশ অমান্য করায় সংশ্লিষ্ট কাজের দায়িত্বপ্রাপ্ত ডিএনসিসির দুজন উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এ বিষয়ে ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসানের স্বাক্ষরিত পৃথক ৩টি অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশে জানানো হয়, বিনা অনুমতিতে গাছ কাটে কাজের শর্ত ভঙ্গ করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এস এম রহমান ইন্টারন্যাশনাল। এ কারণে আগামী এক বছর ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোনো দরপত্র প্রক্রিয়ায় ওই ঠিকাদারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে পারবে না। এ ছাড়া ঠিকাদারী প্রতিষ্ঠানটিকে দেওয়া কাজের আদেশ বাতিল করা হয়।

অফিস আদেশে আরও জানানো হয়, সড়ক বিভাজক নির্মাণের কাজে দায়িত্ব অবহেলা ও কর্তৃপক্ষের আদেশ অমান্য করায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপসহকারী প্রকৌশলী মো. সুজা উদ্দিন মামুন এবং উপসহকারী প্রকৌশলী মো. সুরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশন রাজধানীর মিরপুরস্থ টেকনিক্যাল ক্রসিংয়ে একটি নতুন ফুটওভারব্রীজ নির্মাণ করছে। উক্ত কাজের সঙ্গে অন্তর্ভুক্ত টেকনিক্যাল ইন্টারসেকশনের তিন দিকে সড়ক বিভাজক নির্মাণ কাজ চলছে। নির্মাণ কাজের সময় অনুমতি ছাড়াই সড়ক বিভাজকের গাছ কাটে ঠিকাদারী প্রতিষ্ঠান।