প্রচ্ছদ ›› জাতীয়

গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর ২০২৩ ০৮:৪৮:৪৭ | আপডেট: ১ year আগে
গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে
ছবি: প্রতীকি

গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার রাতে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকার সাফওয়ান ফয়েল অ্যান্ড কোয়ালিটি টেক্স নামের কারখানায় আগুন লাগে।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালিয়াকৈর, সাভার ইপিজেডসহ আশপাশের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি বলে জানান তিনি।