টাঙ্গাইলের পর এবার গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় চলন্ত বাসের ভেতর ডাকাতি ও এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোররাতে তাকওয়া পরিবহনের একটি চলন্ত বাসে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আজিজুর রহমান।
তিনি জানান, ভুক্তভোগী ও তার স্বামী ভোগড়া থেকে শ্রীপুর যাওয়ার জন্য ওই বাসে উঠেন। বাসটি রাজেন্দ্রপুরের পৌঁছালে ভুক্তভোগী ও তার স্বামীকে রেখে অন্য যাত্রীদের নামিয়ে দেয়া হয়। একপর্যায়ে ভুক্তভোগীর স্বামীকে মারধর করে বাস থেকে ফেলে দেয় এবং ওই নারীকে লাঞ্ছিত করে। এই সময় তারা ভুক্তভোগীর মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। পরে বাসের ভেতর ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করা হয়।
গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সানোয়ার হোসেন জানান, এ ঘটনায় নারীর স্বামী বাদী হয়ে শ্রীপুর থানায় ধর্ষণ মামলা করেছেন। পরে জেলা পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ধর্ষণের সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে লুট হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন- চলন্ত বাসে ডাকাতি, লুটপাট শেষে নারী যাত্রীকে ধর্ষণ
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মঞ্জুর মোর্শেদ জানান, ওই নারীকে গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে। আগামীকাল রোববার তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
এর আগে ২ আগস্ট কুষ্টিয়া থেকে ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ২৪/২৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। গভীর রাতে সিরাজগঞ্জ পৌঁছালে সেখান থেকে কয়েকজন ডাকাত যাত্রী বেশে ওই বাসে উঠে পড়ে।
এরপর বাসটি বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর ডাকাতদল সেটি নিয়ন্ত্রণে নেয়। এরপর বাসে থাকা যাত্রীদের হাত, পা ও চোখ বেঁধে মারধর ও লুটপাট করে। এ সময় বাসের এক নারী যাত্রীকে ধর্ষণ করে ডাকাতদল।