গাজীপুরের গাছা এলাকার কলম্বিয়া রোডে ইউনিম্যাক্স টেক্সটাইলের টিনশেড গোডাউন ও পাশের টিনশেড বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (মিডিয়া সেল) মো. আনোয়ারুল ইসলাম বলেন, সোমবার ভোর রাত সাড়ে ৩টার সময় গাজীপুর মহানগরীর গাছা এলাকার কলম্বিয়া রোডে ইউনিম্যাক্স টেক্সটাইলের টিনশেড গোডাউন ও পাশের টিনশেড বাসায় আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় গাজীপুর ও টঙ্গী ফায়ার স্টেশনের আরো ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ভোর ৪টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি নিয়ন্ত্রণে আসে সকাল ৬টা ৪০ মিনিটে।
এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।