প্রচ্ছদ ›› জাতীয়

গাজীপুরে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১০:৪৯ | আপডেট: ১ year আগে
গাজীপুরে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত

গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকায় বাসচাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহত মো. মুসা শেখ (২৮) সিরাজগঞ্জ সদর থানার চরখোসা বাড়ি গ্রামের মজিদ মন্ডলের ছেলে। তিনি স্থানীয় এম এন্ড জে জেনেসিস ফ্যাশনস কারখানার সুইং কোয়ালিটি বিভাগের অডিটর হিসেবে কাজ করতেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, শনিবার সকাল ৭টার দিকে তিনি কারখানায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি তাকওয়া পরিবহনের বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বাসন থানায় নিয়ে যায়। এ ঘটনায় বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।