প্রচ্ছদ ›› জাতীয়

গার্ডার তুলতেই একে একে বেরিয়ে এলো ৫ দেহ!

নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট ২০২২ ২১:০৩:১১ | আপডেট: ১ year আগে
গার্ডার তুলতেই একে একে বেরিয়ে এলো ৫ দেহ!

রাজধানীর উত্তরায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে ক্রেন দুর্ঘটনায় গার্ডারের নিচে চাপা পড়ে যাত্রীবাহী একটি প্রাইভেটকার। এক্সকাভেটর দিয়ে গার্ডার তুলতেই প্রাইভেটকার থেকে বেরিয়ে আসে একে একে শিশুসহ ৫ জনের নিথর দেহ।

সোমবার রাতে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসিন গাজী।

এর আগে বিকালে উত্তরা এলাকায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের একটি গার্ডার একটি প্রাইভেট কারের ওপর পড়ে গেলে দুই শিশুসহ পাঁচজন ভেতরে আটকা পড়ে।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর গাড়ির দুই আরোহী গুরুতর আহত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হয় এবং তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা হলেন হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)।

গাড়ির অন্য পাঁচ আরোহী- রুবেল (৫০), ঝর্ণা (২৮) এবং দুই শিশু জান্নাত (৬) ও জাকারিয়া (২) - বিধ্বস্ত গাড়ির ভিতরে আটকা পড়েছিল।ক্রেন দিয়ে গার্ডার তুলতেই তাদের লাশ বেরিয়ে আসে।

এক পুলিশ সদস্য জানান, বিকাল সাড়ে ৪টার দিকে গাজীপুর প্যারাডাইস টাওয়ারের সামনে বক্সগার্ডার ওঠানোর সময় ভারসাম্য রাখতে না পারায় বহনকারী ক্রেন একদিকে কাত হয়ে যায়। তখন এক্সপ্রেসওয়ের গার্ডারটি গাজীপুরগামী একটি প্রাইভেট কারের ওপর পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।