পাওনা টাকা উদ্ধার করতে না পেরে জাতীয় প্রেসক্লাবে গায়ে আগুন দেয়া কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ব্যবসায়ী কাজী আনিসুর রহমান মারা গেছেন। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হেনোল্যাক্স কোম্পানির কাছে তিনি ১ কোটি ২৬ লাখ টাকা পান।
জানা যায়, পাওনা টাকা আদায়ে বিভিন্ন চেষ্টা-তদবিরের পর মানববন্ধন ও সংবাদ সম্মেলনও করেছেন তিনি। এতকিছুর পরও টাকা আদায় করতে না পেরে সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে গায়ে আগুন দেন কাজী আনিস।
এসময় গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, কাজী আনিসুর রহমানের শ্বাসনালীসহ পুড়ে যায় ৯০ শতাংশ।
আনিস কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের বাসিন্দা। তিনি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঠিকাদারি ব্যবসায় জড়িত।