রাজধানীর গুলিস্তানের টিনশেড মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
শনিবার ভোররাত ৫টার দিকে ওই মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) রাশেদ বিন খালিদ বলেন, আজ ভোরে গুলিস্তানের টিনশেড মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিস ৪টা ৫৯ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় অগ্ননির্বাপণ কর্মীরা ৫টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে পুরোপুরো এখনো নেভেনি। তাই ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যাচ্ছে না। এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।