রাজধানীর গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশের পাঁচতলা ভবনে বিস্ফোরণের পর ভবনের ভেতরে কেউ আটকা পড়ে আছে কি না, তা খুঁজছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণ হয় বলে জানান ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার। তিনি বলেন, খবর পেয়ে উদ্ধার কাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
ফায়ার সার্ভিস বলছে, ভবনটি বাণিজ্যিক হওয়ায় ভেতরে অনেকে থাকতে পারে। সেখান থেকে এরই মধ্যে অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে আরও হতাহত কেউ আছে কি না, তা খুঁজে দেখছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
এদিকে ঘটনার পর আহতদের চিকিৎসায় স্বেচ্ছায় রক্তদাতাদেরকে ঢামেকে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ভবনে বিকট শব্দে বিস্ফোরণের পর অনেকেই হতাহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে। তাদের অনেকের অবস্থা গুরুতর।
ঘটনাস্থলে আছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। এছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।