গুলিস্তানের সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণ ঘটনায় আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) মোতায়েন করা হয়েছে। এ বাহিনী উদ্ধার কার্যক্রম চালানো ছাড়াও আহতদের দ্রুত চিকিৎসা সেবা দেওয়ার কাজ করবে।
এজিবি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশেষ একটি প্রশিক্ষিত ইউনিট। মঙ্গলবার রাত ১০টা থেকে ৩২ জনের এক প্লাটুন এজিবি সার্বক্ষণিক সময়ের জন্য মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারি পরিচালক মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজে (ঢামেকে) আহতদের চিকিৎসায় যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, এজন্য ভিড় এড়াতে ও শৃঙ্খলা বজায় রাখতে এজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এছাড়া শেখ হাসিনা বার্ন ইউনিটে দুই প্লাটুন সাধারণ আনসার নতুন করে মোতায়েন করা হয়েছে। আগে থেকেই ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে আনসার সদস্যরা দায়িত্ব পালন করে আসছেন।
তবে মঙ্গলবার সিদ্দিক বাজার বিস্ফোরণের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আনসার সদস্য মোতায়েন করা হয়। উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত মোতায়েন করা এজিবি সদস্যরা থাকবেন।
ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় নিহত ১৮ জনের মধ্যে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টা পর্যন্ত মরদেহগুলো হস্তান্তর করা হয়।
মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের কাছে সিদ্দিকবাজারে নর্থ-সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ে সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।