রাজধানীর গুলিস্তান বিআরটিসি বাস স্ট্যান্ড কাউন্টারের পাশের ভবনে হঠাৎ বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় নারীসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি আরও জানান, এ বিস্ফোরণের ঘটনায় আহত শতাধিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণ হয় বলে জানান ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার। তিনি বলেন, খবর পেয়ে উদ্ধার কাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
ঘটনাস্থলে আছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। এছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ তলা ভবনের নিচ তলায় দোকান রয়েছে। আর বাকি চারটি ফ্লোর ব্রাক ব্যাংকের অফিস। বিকট শব্দে বিস্ফোরণের পর অনেকেই হতাহত হয়েছেন। ভ্যান-রিকশা ও গাড়িতে করে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হচ্ছে। তাদের অনেকের অবস্থা গুরুতর।
এদিকে ঘটনার পর আহতদের চিকিৎসায় স্বেচ্ছায় রক্তদাতাদেরকে ঢামেকে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।