প্রচ্ছদ ›› জাতীয়

গুলিস্তানের সেই ভবনে দেখা দিয়েছে ফাটল, উদ্ধারকাজ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
০৭ মার্চ ২০২৩ ২১:০৪:২৫ | আপডেট: ২ years আগে
গুলিস্তানের সেই ভবনে দেখা দিয়েছে ফাটল, উদ্ধারকাজ বন্ধ
সামসুল হক রিপন

রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস স্ট্যান্ড কাউন্টারের পাশে সিদ্দিকবাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের পর সাত তলা ভবনটিতে ফাটল দেখা দিয়েছে। এ কারণে উদ্ধারকাজ বন্ধ করে দিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাইকিং করে উদ্ধারকাজ বন্ধের ঘোষণা দেয়া হয়। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অপারেশন) মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ ঘোষণা দেন। তিনি বলেন, ইঞ্জিনিয়াররা এসে পর্যবেক্ষণ করবেন। তারা জানানোর পর আবার উদ্ধারকাজ শুরু হবে।

রাজধানীর গুলিস্তান বিআরটিসি বাস স্ট্যান্ড কাউন্টারের পাশের ভবনে হঠাৎ বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় নারীসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।

মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণ হয় বলে জানান ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার। তিনি বলেন, উদ্ধার কাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

এদিকে দুর্ঘটনার পর বেড়েই চলেছে লাশের সংখ্যা। এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি আরও জানান, এ বিস্ফোরণের ঘটনায় আহত শতাধিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।