গ্যাস সংকটের প্রেক্ষিতে সৃষ্ট বিদ্যুতের ঘাটতি মোকাবেলায় সারাদেশে শিডিউলভিত্তিক লোডশেডিং চলছে। প্রথম দিকে এই শিডিউলভিত্তিক লোডশেডিং দিনে একবার করে দেওয়া হলেও এখন চার বার পর্যন্ত হচ্ছে।
কোন এলাকায় কখন লোডশেডিং হবে তার সময়সূচি আগেই জানিয়ে দিচ্ছে বিতরণ সংস্থাগুলো।
গ্রাহকরা ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো), নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো), ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) ওয়েবসাইটের নির্দিষ্ট লিংকে গিয়ে লোডশেডিংয়ের সূচি দেখতে পাবেন।