প্রচ্ছদ ›› জাতীয়

গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক
০৪ জানুয়ারি ২০২৩ ২১:৪৪:৩৩ | আপডেট: ২ years আগে
গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে এ প্রতিযোগিতার ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। শত বছরের ঐতিহ্য ধরে রাখতে আমুড়িয়া যুব সংঘ এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে।

মাগুরা, নড়াইল ও রাজবাড়ী জেলার মোট ১৫টি ঘোড়া এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।

ঘোড়দৌড় প্রতিযোগিতায় মাগুরা জেলার গাংনী গ্রামের ঘোড়া প্রথম স্থান, মাগুরা জেলার কাটাখালী গ্রামের ঘোড়া দ্বিতীয় ও মাগুরা জেলার শালিখা উপজেলার রামপুর গ্রামের ঘোড়া তৃতীয় স্থান লাভ করে।

ঘোড়দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমুড়িয়া যুব সংঘের সভাপতি শিমুল হোসেন।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা উপলক্ষে আয়োজিত গ্রামীণ মেলায় নানা রকমের মিষ্টি, বাচ্চাদের খেলার সামগ্রী, আসবাবপত্রের দোকান বসে।

এলাকার হাজার হাজার দর্শক গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা উপভোগ করেন।