প্রচ্ছদ ›› জাতীয়

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌ চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর ২০২২ ০৯:৪০:৫৬ | আপডেট: ২ years আগে
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌ চলাচল বন্ধ
পুরনো ছবি

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে নদী পারের অপেক্ষায় প্রায় শতাধিক যানবাহন আটকা পড়েছে। তীব্র শীতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

বুধবার দিবাগত রাত ২টার দি‌কে এ রু‌টে কুয়াশার ঘনত্ব বেড়ে গে‌লে দুর্ঘটনা এড়া‌তে ফে‌রি ও লঞ্চ বন্ধ ক‌রে দেয় কর্তৃপক্ষ।

জানা‌ গে‌ছে, ঘন কুয়াশার কার‌ণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় ঢাকামু‌খী যানবাহ‌ন দৌলত‌দিয়া প্রা‌ন্তে আটকে রয়েছে। এতে নদী পা‌রের অ‌পেক্ষায় থাকা যাত্রী, যানবাহ‌নের চালক ও সহকারীরা শী‌তের ভোগা‌ন্তি‌তে প‌ড়েছেন। ‌

জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাউ‌দ্দিন বলেন, ঘন কুয়াশায় রাত দুটা থেকে ফে‌রি চলাচল বন্ধ রয়েছে। দৌলত‌দিয়া প্রা‌ন্তে যানবাহ‌নের চাপ থাকলেও তেমন কোনো সি‌রিয়াল তৈ‌রি হয়নি বলে জানান তিনি।