প্রচ্ছদ ›› জাতীয়

ঘন কুয়াশায় শাহজালালে নামতে পারেনি ১১টি আন্তর্জাতিক ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক
১২ ডিসেম্বর ২০২৩ ১২:৩৮:২১ | আপডেট: ১ year আগে
ঘন কুয়াশায় শাহজালালে নামতে পারেনি ১১টি আন্তর্জাতিক ফ্লাইট

ঘন কুয়াশার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১টি আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি। প্রায় ৬ ঘণ্টা পর আজ মঙ্গলবার সকাল আটটা থেকে আবার এসব ফ্লাইট ফেরত আসতে শুরু করেছে বলে জানিয়েছে বিমানবন্দর সূত্র। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম। 

তিনি জানান, গতকাল সোমবার দিবাগত রাত দুইটার পর থেকে ঘন কুয়াশা ছিল। এরপর কুয়াশা বাড়তে থাকে। আর এজন্য ১১টি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি।

মোহাম্মদ কামরুল ইসলাম আরও জানান, ১১টি ফ্লাইটের মধ্যে ১০টি ছিল যাত্রীবাহী, ১টি ছিল কার্গো বিমান। তবে সকাল আটটার পর থেকে আবার এসব ফ্লাইট ফেরত আসতে শুরু করে।

আজ সকালে এসব ফ্লাইট চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি বলেও জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক।