প্রচ্ছদ ›› জাতীয়

ঘন কুয়াশায় পাটু‌রিয়া-দৌলত‌দিয়া নৌ-রুটে ফে‌রি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
২৬ ডিসেম্বর ২০২২ ০৯:৫১:২৮ | আপডেট: ২ years আগে
ঘন কুয়াশায় পাটু‌রিয়া-দৌলত‌দিয়া নৌ-রুটে ফে‌রি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌ-রুটে ফে‌রি চলাচল বন্ধ রয়েছে। সোমবার সকাল ৬টার দিকে এ রু‌টে কুয়াশার ঘনত্ব বেড়ে গে‌লে ফে‌রি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

জানা‌ গেছে, ঘন কুয়াশার কারণে ভোর ৬টা থেকে ফে‌রি চলাচল বন্ধ রয়েছে। এ সময় ঢাকামু‌খী যানবাহ‌নের চাপ থাকলেও দীর্ঘ সি‌রিয়াল নেই দৌলত‌দিয়া প্রান্তে। 

ফে‌রি চলাচল বন্ধ থাকায় নদী পারের অ‌পেক্ষায় থেকে ভোগা‌ন্তি‌তে পড়েন যাত্রী, যানবাহ‌নের চালক ও সহকারীরা। ‌

বিআইড‌ব্লিউ‌টি‌সি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাউ‌দ্দিন বলেন, ঘন কুয়াশায় ভোর ৬টা থে‌কে ফে‌রি চলাচল বন্ধ থাক‌লেও দৌলত‌দিয়া প্রা‌ন্তে যানবাহনের তেমন কোনো চাপ তৈ‌রি হয়নি। এ রুটে বর্তমা‌নে ছোট-বড় মিলিয়ে ১১টি ফে‌রি চলাচল কর‌ছে।