ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সোমবার সকাল ৬টার দিকে এ রুটে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
জানা গেছে, ঘন কুয়াশার কারণে ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ সময় ঢাকামুখী যানবাহনের চাপ থাকলেও দীর্ঘ সিরিয়াল নেই দৌলতদিয়া প্রান্তে।
ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় থেকে ভোগান্তিতে পড়েন যাত্রী, যানবাহনের চালক ও সহকারীরা।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, ঘন কুয়াশায় ভোর ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকলেও দৌলতদিয়া প্রান্তে যানবাহনের তেমন কোনো চাপ তৈরি হয়নি। এ রুটে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ১১টি ফেরি চলাচল করছে।