প্রচ্ছদ ›› জাতীয়

ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১১:০৩ | আপডেট: ২ years আগে
ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেতে ঘুড়ি ওড়াতে গিয়ে সাত তলা ভবনের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত সালমান আদিব (৯) বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) কর্মচারী রুহুল আমিনের ছেলে।

শিশুটির বাবা রুহুল আমিন বলেন, ‘সে একা ছাদে গিয়েছিল এবং ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঢামেক পুলিশ ফাঁড়ির কর্মকর্তা বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।