প্রচ্ছদ ›› জাতীয়

ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় ৩ বাইক আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২২ ০৯:২৮:০৬ | আপডেট: ২ years আগে
ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় ৩ বাইক আরোহী নিহত

ঘুরতে বের হয়ে রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় তিন বন্ধু নিহত হয়েছেন।

শুক্রবার দিনগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. জজ মিয়া (৩৬), আল আমিন (৩৪) ও মো. মেহেদী হাসান (২৮)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, এই তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন সালাউদ্দিন নামে এক ব্যক্তি। তারা সবাই বন্ধু। ঘুরতে বের হয়েছিলেন। খিলগাঁও ফ্লাইওভারে ওঠার পর একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আল আমিন দক্ষিণ মুগদা এলাকায় থাকতেন। জজ মিয়াও একই এলাকায় থাকতেন। আর মেহেদী হাসানের বাসা মুগদা মেডিকেলের পাশে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।