প্রচ্ছদ ›› জাতীয়

চট্টগ্রাম বিমানবন্দরে আড়াই লাখ দিরহামসহ শারজাহগামী যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক
০৫ নভেম্বর ২০২২ ১৮:৩৭:৫২ | আপডেট: ২ years আগে
চট্টগ্রাম বিমানবন্দরে আড়াই লাখ দিরহামসহ শারজাহগামী যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই লাখ ৫১ হাজার ৭৯০ দিরহাম ও ছয়টি মোবাইল ফোনসহ আমিরাতের শারজাহগামী এক যাত্রীকে আটক করা হয়েছে।

শনিবার ভোর সাড়ে ৬টায় চট্টগ্রাম বিমানবন্দরে যৌথ অভিযান পরিচালনার সময় অভিযুক্তকে আটক করে তদন্ত অধিদপ্তর এনএসআই ও শুল্ক গোয়েন্দাদের একটি দল।

দিরহাম জব্দের বিষয়টি বিজনেস পোস্টকে নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক সাইফুর রহমান।

তিনি জানান, বাংলাদেশি টাকায় উদ্ধারকৃত দিরহামের মূল্যমান ৭৩ লাখ ১৫ হাজার ১৭৯ টাকা।

আটক মোহাম্মদ আলীর গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার আফজালনগরের ছদাহা এলাকায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শনিবার ( ৫ নভেম্বর) সকালে মোহাম্মদ আলীর এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে করে শারজাহ যাওয়ার কথা ছিল। এছাড়াও এই যাত্রী ২০২২ সালে মোট ৬ বার আন্তর্জাতিক গন্তব্যে ভ্রমণ করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রী এর আগেও বৈদেশিক মুদ্রা পাচার করেছেন বলে কাস্টমস গোয়েন্দা দলের কাছে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শুল্ক গোয়েন্দাদের ধারণা, আটক মোহাম্মদ আলী কোনো আন্তর্জাতিক মুদ্রা পাচার দলের সদস্য।

কারণ হিসেবে তারা জানান, ২০১৮ সালের মার্চে পাসপোর্ট ইস্যু হওয়ার পর থেকে তিনি মোট ৬টি আন্তর্জাতিক রুটে চলাচল করেছেন।