পথেই পরিচয়। মাত্র ঘন্টা খানেকের ব্যবধানে গড়ে তোলেন সখ্যতা। এরপর সুযোগ বুঝে কোলের শিশুকে নিয়েই লাপাত্তা। মা কিংবা নানির কাছ থেকে শিশু কেড়ে নেয়ার নানা কূটকৌশলে পাকা হাত তাদের। সম্প্রতি এভাবেই চট্টগ্রাম নগরীতে ঘটেছে শিশু অপহরণের পৃথক দুটি ঘটনা।
বুধবার অপহরণের জড়িত থাকার অভিযোগে তিনজন নারীসহ মোট আটজনকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭ জনই পেশাদার সংঘবদ্ধ অপহরণ চক্রের সক্রিয় সদস্য বলে ভাষ্য পুলিশের।
নগরীর বন্দর ও ইপিজেড থানায় পৃথক অপহরণের ঘটনায় দুই শিশু উদ্ধার ও গ্রেপ্তারের বিষয়টি বিজনেস পোস্টকে নিশ্চিত করেছেন ইপিজেড থানার ওসি আব্দুল করিম ও বন্দর থানার এস আই কিশোর মজুমদার।
গ্রেপ্তাররা হলেন- মো. জয়নাল আবেদিন ওরফে সুমন (২৭)। গত ২২ সেপ্টেম্বর নগরীর বন্দর এলাকায় নানীর কোল থেকে শিশু জেমিকে (৩) অপহরণের ঘটনায় সুমনকে গ্রেপ্তার করা হয়। তার জবানবন্দি অনুযায়ী জেমিকে উদ্ধার করা হয় ফেনী থেকে।
এছাড়া ২৭ অক্টোবর ইপজেড এলাকা থেকে সাত মাসের শিশু আরিফকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার সাতজন অপহরণ চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন- মো. কামরুল হাসান (১৯), তানজিলা আক্তার (১৮), মো. রুবেল (২৫), নাজিম উদ্দিন মুন্না (২৩), মিজানুর রহমান (২৫), সীমা আক্তার কাঞ্চনী (৩৫) এবং রোমানা আক্তার (২৮)।
ইপিজেড থানার ওসি আব্দুল করিম বলেন, লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ এলাকা থেকে শিশু আরিফকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় চট্টগ্রাম ও নোয়াখালীর বিভিন্ন এলাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, বিক্রির জন্যই শিশু আরিফকে অপহরণ করে। তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।