প্রচ্ছদ ›› জাতীয়

চট্টগ্রামে দুই যুবকের আত্মহত্যা

ইউএনবি
০১ সেপ্টেম্বর ২০২২ ২০:৫৮:০১ | আপডেট: ৩ years আগে
চট্টগ্রামে দুই যুবকের আত্মহত্যা

চট্টগ্রামে পৃথক ঘটনায় দুই যুবক আত্মহত্যা করেছেন। জেলার রাউজান উপজেলা এবং নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত দুই যুবক হলেন, সজল বড়ুয়া (২৮) ও অরিত্র ঘোষ (২১)।

বৃহস্পতিবার সকালে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জয়নগর বড়ুয়া পাড়ার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সজল বড়ুয়া ওই এলাকার মৃত নির্মল বড়ুয়ার ছেলে।

নিহতের ছোট ভাই সজীব বড়ুয়া জানান, তার বড় ভাই সজল বড়ুয়া ইউরোপের দেশ রোমানিয়ায় যাওয়ার জন্য ভারতে ভিসা প্রসেসিং করতে যান। কিন্তু সেখান থেকে তার ইউরোপ যাওয়া হয়নি। তাছাড়াও বিদেশ যাওয়ার বিষয়ে তার পরিবার ঋণগ্রস্তও ছিলেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন জানান, রাউজানের কদলপুর ইউনিয়নে নিজ ঘরে ফাঁসিতে ঝুলে সজল বড়ুয়া আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে রশিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছে সে ব্যাপারে কিছু জানা যায়নি।

এদিকে নগরী কোতোয়ালি থানার আসকার দীঘির পাড় এলাকায় গলায় ফাঁস দিয়ে অরিত্র ঘোষ আত্মহত্যা করেছেন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।