চট্টগ্রামের লোহাগাড়ায় পিকনিকের বাস উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কয়েকজন।
শুক্রবার ভোরে উপজেলার চুনতি এলকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. সাখাওয়াৎ হোসেন (৩৩) ও অভিজিৎ (৩৪)।
দোহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, ‘ওই বাসের যাত্রীরা চট্টগ্রাম থেকে কক্সবাজারে পিকনিকে যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যান এবং কয়েকজন আহত হন। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত আর কিছু জানাতে পারেননি।’